Ads

পেঁয়াজ নিয়ে ভাবনা 

দেলোয়ারা বেগম

কাঁচা মরিচ ছাড়া নাকি

রান্না হয়না ডাল !

খাইতে গেলে বেস্বাদ লাগে

গালে লাগেনা ঝাল !

এমন কথাই শুনে আসছি

জীবনটা ভর !

পেঁয়াজ ছাড়া রান্না হবে ?

সেটাতো ভাবাই অবান্তর !

পান্তা ভাতে পেঁয়াজ লাগে

শাক সবজিতেও পেঁয়াজ !

বেরেস্তা তো পেঁয়াজেই হয় ,

চিরাচরিত রেওয়াজ ।

কোরমা, পোলাউ, বিরিয়ানী

এসব কিছু ভাই !

পেঁয়াজ ছাড়া কেমনে করি

মাথায় আসে নাই !

হঠাত শুনি বাজারেতে

এই জিনিষটা নাই !

গুদাম ঘরে তালা ঝুলছে ,

আড়দ্দাররা পালায় ?

যা আছে তা এত দাম ?

কিনা বড় দায় !

গরীব লোক বাজারেতে

যেতেই ভয় পায় !

কি আর করা, পেঁয়াজ ছাড়া

খেতে হলো ভর্তা !

অল্প আয় , খরচ বেশি

ফেলতে হলো পর্তা ।

ধনী লোক বাকুম বাকুম ,

গরীব  যায় শুকিয়ে !

হাকছে গরীব কর্মক্ষেত্রে

গামছা কোমরে রুখিয়ে ।

এমন করেই যাচ্ছে দিন ,

আসছে নতুন দিগন্ত !

পাওয়া না পাওয়ার মাঝেই যেনো,

থাকতে হবে শান্ত ।।

আরও পড়ুন