Ads

প্রজাপ্রতি

শাহানারা শারমিন

প্রজাপতি প্রজাপতি
ফুলের সাথে  মাতামাতি,
উড়ছে দেখি বনে বনে
যাচ্ছে মধু আহরণে।

কোথায় পাবে ফুলের দেখা
ছুটছে যে ভাই একা একা,
হঠাৎ কিছু অল্প দূরে
ডাকছে যে কেউ মধুর সুরে।

ছুটে গিয়ে দেখলো যেথা
সরষে ফুল  হাসছে সেথা,
খুশির তালে হাওয়ায় নেচে
পড়লো উড়ে ফুলের কাছে।

সরষে ফুলের কানে কানে
বললো  হেসে গানে গানে,
বন্ধু তোমার মিষ্টটি হাসি
আমি তোমায় ভালোবাসি।

খাচ্ছে মধু খুশির তালে
উড়ছে আবার ডালে ডালে,
রঙিন পাখায়  নকশা রেখায়
ছোট্ট খুকির মনটা হারায়।

আরও পড়ুন