Ads

প্রত্যাশা

আরজু নাস‌রিন প‌নি

লক্ষীমন্ত সা‌বিত্রীর রূ‌পে কি আমায় চে‌য়ে‌ছি‌লে?
যুদ্ধং‌দেহী চিত্রাঙ্গদা ছিল তোমার আরাধ্য!
শকুন্তলার ম‌তো প্রেম কি তোমায় দেই‌নি?
ত‌বে কি দূর্গ‌তিনা‌শিনীর রূ‌পে আমায় চাও?!
শুক্লা দশমী‌তে বিসর্জনই য‌দি দি‌বে
ত‌বে তু‌মি রক্তমাং‌সের আ‌বেগী নারীর কা‌ছে কেন এলে!
ক‌তোটা উ‌পেক্ষার পর তু‌মি ম‌নো‌যোগী হ‌বে?

কবিঃ সাহিত্যিক ও অধ্যক্ষ , মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা

আরও পড়ুন