Ads

প্রার্থনার প্রকাশভঙ্গি

সুমেরা জামানঃ

হে অসীম দয়াময়,
জানি সীমাহীন ভালোবাসো আমায়
আমি জড়বুদ্ধি, বেখবর।

হে করুনাময়,
ভুলে জটলা পাকানো জীবনের এই
রুক্ষ, শুষ্ক, মরূভুমিতে
তুমি বার বার পাঠাও
ভালবাসার ত্রান,
আমি মস্তিকহীন, বেখবর।

হে রহমান
বার বার আমি হারিয়ে যাই কালো অন্ধকারে
তুমিই তো আলো পাঠিয়ে কালো দুর করো,
আমি  ধীশক্তিহীন, বেখবর।

হে মেহেরবান
ক্ষমা কর আমায়
বোঝার শক্তি দাও, দাও নির্মোহ জ্ঞান,
যা তোমাকে, আর
তোমার ভালোবাসাকে  চিনতে শিখায়।

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন