Ads

প্রার্থনা

 

ক্ষমার দুয়ার দাও খুলে দাও
ওগো রহিম রহমান,
পাপী গোলাম হাত তুলেছে
ক্ষমা করো বহমান।

কবুল করো দিনের সিয়াম
রাতের কিয়াম দরবারে,
রমজানের ঐ ক্ষমার সওগাত
দাও হাদিয়া বান্দারে।

দাও সে ঈমান যেমন উমার
দ্বীনের পথে বাঁধাহীন,
আবু বকর ওসমান আলীর
কায়েম ছিলো যেমন দ্বীন।

ঘৃণা যেনো পায় গো মনে
পাপের কাজে নাই গতি,
পূণ্য কাজে দাও ভরে মন
ভয় দিও না এক রতি।

আযাব গজব নাও তুলে নাও
দ্বার খুলে দাও মসজিদের,
মন যে কাঁদে পড়তে সালাত
তোমার ঘরে দিন রাতের।

তোমার চেয়ে আছে কেইবা
ক্ষমার গুণে গুণী রব,
সিজদাতে মন চাইছে ক্ষমা
মাফ করে দাও গুনাহ সব।

মাগফিরাতের চাদর দিয়ে
বান্দাকে মুড়িয়ে নাও,
সিয়াম কিয়াম পালনে আজ
নেক পরিবেশ ফিরে দাও।

 

মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দ – কবি   

আরও পড়ুন