Ads

প্রেমেরই গান

অভিলাষ মাহমুদ

ভালোবাসার আকাশজুড়ে আলো আশার স্বপ্ন সাজাই,
লোক নিন্দার ভয় করি না আমি প্রেমের বংশী বাজাই।

বাতাস আমায় তারই সাথে যায় যে দূরে নিয়ে,
সানাই বাজে ঢোলক বাজে হচ্ছে যেনো বিয়ে।

রঙ বাহারী সাজন দেখি সাজলো সবাই আজ,
ইচ্ছে মতোন নাচ্ছে সবাই রেখে আপন কাজ।

সবাই নাচি  মিলেমিশে  সবাই যে গাই গান,
লাইলি যেনো মজনু পেলো বইলো খুশির বান।

মিলেনের সুর আজ বাজে রে সবার মনে মনে।
কতো খুশি ধরলো মনে বলবো তা জনে জনে।

এমন মধুর ক্ষণেই যেনো সবাই মিলে মিশে নাচি।
কালকের দিন কী যে হবে কী যে করি  মরি নাকি বাঁচি?

ডেকে তারে সবাই মিলে নিঝুম নিশিতে  চাই গুণাহ মাপ,
মিছে এই দুনিয়ার মায়ায় যাচ্ছি করে অহরহ পাপ।
তেরো নদী সাত সমুদ্র যেখানেই আমি যাই,
আমি শুধু মায়াবী সুরে প্রেমেরই গান গাই।

সুন্দরে সুস্থতাই সবার কাটুক প্রতিক্ষণ,
নমো নমো বাংলাদেশ নমো সুন্দরবন।

আরও পড়ুন