Ads

প্রেমের চিঠি

শামীম রায়হান

আগুন নিয়ে কে খেলেছে আর
ভালবাসার আগে পরে নেই তার,
কবে কখন প্রেমে পড়ে পথিক!
মনে নেই ভালবাসার অর্থ যে অধিক।
ফুল হাতে দাঁড়ায় আছে মন
পেরিয়ে গেছে প্রেমেরি সেই জন,
ভুল জনেরে ফুল দেবে ভুল সময়ে যখন
হঠাৎ করে নিভে যায় যে সে প্রদীপক্ষণ।
আসবে বলে ট্রেনে চড়ে যাবে কি আর ঢাকা,
আসছে, যায় ট্রেনের হুইসেল হৃদয়ে গোপন কথা রাখা,
কোলকাতা আর চট্টগ্রামে আগুন মুখ রাশি রাশি!
তখন এখন দূরে কাছে যাওয়া হইনি যে দেখতে সেই হাসি!
শুকিয়ে গেছে কদম ফুলের মালা,
কালো চোখে হারিয়ে যাবে সব জ্বালা!
আগুন বহে আগুন প্রেমিক
উড়ে যায় যে পথ হারা শালিক!
উড়ো চিঠি খোঁজে আকাশের শুভ্র নীল
বাতাসে দিলাম তবে লেখে প্রেমের দলিল!
পড়তে পারে যে প্রেম, পড়ে নিক তবে,
ভালবাসার জবাব দেবে কঠিন সরল ভবে।

লেখকঃকবি ও সাহিত্যিক

আরও পড়ুন