Ads

ফিরে এসো

অতনু ভট্রাচার্য

একই আকাশ মাটি বাতাস

তবু ওই নির্জনতম ফাঁকা ডাল

এসো পুনঃপাঠে  বুঝি তাকে

বেলা গেছে বেলা যায় আরও যাবে কত

বৃথা কোলাহলে?

ফিরে এসো চিন্তার প্রাণে

জ্ঞানে ও অজ্ঞানে

যা কিছু বাতিল মোচন করে এসো

নীরবতার ডালগুলি দুলছে বাতাসে

এসো মগ্ন হই মন্ত্র শিখি

স্থিত পথকারের মতো

জন্ম দেই পথিক…।

 

কবি অতনু ভট্রাচার্য

কবিঃ ভারতীয় লেখক ও কবি

আরও পড়ুন