Ads

বকুল ফুলের মালা

নীলিমা শামীম

দূর্বাঘাসে শিশির হাসে
শীতের পূর্বাভাসে
রোদ ঝিলমিল মিষ্টি সকাল
ভোরের পূর্বাকাশে।

উঠোন ভরা ফুলের মেলা
বকুল তলায় ঘ্রাণ
মালাগাঁথার ধুম পড়েছে
খুশিতে অফুরান।

শিশির কণা শীতল ঢেউ
মনটা নাচে আনন্দে
ফুলকলিরা সবাই মিলে
মালাগাঁথে সানন্দে।

ঝিমধরা এই শীতের ভোরে
আসন পেতে দ্বারে
ডাকছ তুমি রোদকে জানি
ডাকছ বারে বারে।

লেখকঃ কবি।

আরও পড়ুন