Ads

বন্ধু তোকে

ফারহানা শরমীন জেনী

রোদ হারানো কোন এক মেঘলা অলস বিকেলে খুব করে খুঁজে ফিরি তোকেই–
না বলা কথারা খুব যেন করছে হৈচৈ
আর তোর মিষ্টি মুখের গানগুলো আজ গেল কই?

ইচ্ছের ফেরিওয়ালা হেঁকে চলেছে স্মৃতি আঁকড়ে থাকা গলিটার শেষ মাথায় –
আর আমি ব্যস্ত কালো মেঘে ছাওয়া আকাশের ওপারে সিঁদুর রাঙা সূর্যের উঁকিঝুঁকি দেখায়–

চিলেকোঠার বাউরি বাতাসে উড়িয়ে এলোচুল খুঁজে ফিরি হারানো তোর সেই হৃদয়ের উচ্ছ্বাস—
বন্ধু তুই বড্ড ব্যস্ত জীবনের চিলেকোঠায় গড়েছিস তোর সুখের আবাস—

একবারও কি পড়ে না মনে ফেলে আসা দিন শ্লোগান মুখরিত ক্যাম্পাস আর শাপলা ফোটা ঝিল—-
যেখানে আমাদের আড্ডা হাসি অথবা দর্শন আলোচনায় মুখরিত ছিল প্রতিদিন!

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন