Ads

বাহির ঢেকেছে আজ অন্ধকারে….

শোয়াইব আহমেদঃ

দিনের আলো আজ,
ভিষণ অন্ধকার।
খুঁজে ফিরি আজ মোরা,
কে আমার  কে তোমার।

খুঁজে ফিরি দিশা হেরি।
বন্ধ ঘরে হাতড়ে মরি।
বাহিরেতে যাব ভাবি,
সেথা অন্ধকার।

বাহির ঢেকেছে আজ,
এ কোন কারাগার!!!!
বুকের গহীনে চলে,
তীব্র হাহাকার।

দিনের আলো আজ,
ভিষণ অন্ধকার।
আমাদেরই ঘর আজ
বন্ধ কারাগার

তবুও মনে জ্বলে দিয়া,
উঠবে রবি চমকিয়া।
উঠবে গেয়ে চারিধার,
ঘুচবে এ ভিষণ অন্ধকার।

লেখকঃ কবি।

আরও পড়ুন