Ads

বিপ্লবী বিকেল

সুমেরা জামান

বসন্তের বিপ্লবী বিকেলে
ব্যস্ত শহরের জনাকীর্ণ মোড়ে
দেখা হয়েছিল তোমার সাথে।

যখন সোনালী রং মুকুলেরা
বাতাসে বিউগল ধ্বনি তুলছে
সেই শব্দে ঠায় দাঁড়িয়ে আছে
পলাশ ফুলেরা।

কত কোলাহল চারিদিকে!
বাজছে যানের ঝাঁঝালো হর্ণ
হাঁকছে যাত্রী চালকেরা
ছুটছে কেউ
ফিরছে কেউবা।

অথচ তোমার চঞ্চল চক্ষু
অচল, অসাড় স্থির হয়ে আছে,
হয়ত চিত্তের মাঝে চলছে
স্নায়ুদের উতপ্ত কুচকাওয়াজ!

বিপ্লবী বিকেলের ব্যস্ত জনতা
সেদিন তোমার জ্বালাময়ী হৃদয়ের প্রকম্পিত ভাষণ
শুনেছিল কিনা জানিনা,
তবে আমার হৃদয়ের পূর্নজাগরণ
ঢের টের পাচ্ছি!

অভূতপূর্ব সেই  জাগরণের
শ্লোগান চলছে
হৃদযন্ত্রের অলিতে গলিতে
রক্তকনিকারা চিৎকার করে বলছে
মানিনা, মানতে হবে।

নিঠুর বাস্তবতা তখন
কড়া পাহারা বসিয়েছে হৃদয়জুড়ে।
নজরবন্দীতে রেখেছে
আমার শিরা উপশিরা।
থমথমে অবস্থা!

আদিম আর উগ্র
স্বৈরাচারের নির্দেশ এসে,
মিছিলে নিক্ষেপ করে টিয়ারসেল
অসহায় কনিকারা ছত্রভঙ্গ হয়ে পড়ে থাকে হৃদয়ের রাজপথে!

ভুলিনি আজো
দেখা হয়েছিল
তোমার সাথে
বসন্তের বিপ্লবী বিকেলে।

সুমেরা জামান কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন