Ads

বেনেবউ

শাহানারা শারমিন

চলতে পথে বনের ধারে
উঠলো ডেকে কেউ
তাকিয়ে দেখি কদম ডালে
ডাকছে বেনেবউ।

অপরুপ এই ছোট্ট পাখির
গায়ে হলদে শাড়ী
কালো মাথায় ঘোমটা দিয়ে
যাবে শশুর বাড়ী।

লেজ পাখাতে কালো পালক
ঠোঁটটা তাহার লাল
বেনে বউয়ের রুপের বাহার
মন করে উত্তাল।

বেনেবউ যেদিন মিষ্টি  সুরে
ডাকে বারে বারে
মা বলে আজ ইষ্টিকুটুম
আসবে মোদের ঘরে।

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন