Ads

বেলাশেষে

মাহমুদা লাভলী
পদ্মার কোল ঘেঁষে বসে–
কোন এক অবেলায় অস্তগামী সূর্য্যকে দেখি-
ধীরে ধীরে গনগনে আগুন রাঙা সূর্য্যটা
একটু একটু করে গলতে গলতে একসময় মিশে যায় জলের মাঝে।
আর বিষন্ন আকাশ জুড়ে খেলতে থাকে মন খারাপের রং।
হারিয়ে যায় সকল যন্ত্রণা রয়ে যায় শুধুই মনটা।

কখনো বা বিমোহিত নয়নে দেখি —
আকাশের ঢলে পড়া সূর্য্যের রক্তিম আলোয় লুকোচুরি  খেলে চলছে প্রেমিক-প্রেমিকার অতৃপ্ত প্রেম।
বেলাশেষে সূর্য্য ডোবে –

আবার কখনো দেখি —
অনেকদিনের অপেক্ষা, দুঃখ, হতাশা সব মিলেমিশে একাকার হয়ে জলের মাঝে তলিয়ে যাচ্ছে —
প্রতিক্ষার অবসনে ফিরে আসে জল্পনা কল্পনার আনন্দ—
বেলা শেষে সূর্য্য ডোবে
আঁধার আকাশে উঁকি দেয় চাঁদ —

২৯-১১-২০১৯

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন