Ads

বোধন

 

আমি তো বুঝিনা নিরন্নের হাহাকার!
জঠরাগ্নি কিভাবে দহন করে তার–
ঠিক আমারই মত মানবশরীর?
ভোলামন ভুলে যায় অপেক্ষা অধীর
আমাদের থেকে রমজান চলেগেলে।

আমাকে সৌখিন রোজাদার বলা চলে–
কারণ : থালাভরা বাহারি ইফতার
পরিপাটি সাজানো প্রতীক্ষায় আমার
প্রতি রমজানেই নিশ্চিতরূপে থাকে।

অনেকের ক্ষুধাক্লিষ্ট এ জীবনটাকে
বোঝা মনেহয় ; জানে না সে কোথা আছে
সেহেরি ও ইফতার। রোজা সে রেখেছে
এ নিয়মে, আজীবন সেও রোজাদার।
কি এমন ব্যবধান তার ও আমার?

 

আবু সাইফা – কবি ও সাহিত্যিক

আরও পড়ুন