Ads

ব্যর্থ জনম : আব্দুল মতিন

ব্যর্থ জনম
আব্দুল মতিন

ক্রমেই তলিয়ে যাচ্ছি অন্ধকারে।
এক নিকশ কালো, গাঁড় অন্ধকারে।
হে মহাকাল,
আমায় এবার শুণ্য কর।
আজন্ম সাধ একবার ফতুর হব।
আমি একবার পরিপুর্ণ ফতুর হতে চাই।
ছলছল দৃষ্টির ছলনা, আমায় নিদারুন জ্বালায়,
প্রকম্পিত ঠোট আমায় তাচ্ছিল্য করে,
ভ্রুকুটির বিন্যাসে আমি কেবল ঘৃনাই দেখি।
ভালবাসা আজকাল আমায় দেখে বিদ্রুপ করে।
বুভুক্ষু হৃদয় একবার ছুতে চায় ঐ মায়া
অথচ কেমন নির্জীব ঠাণ্ডা সে।
কোন উত্তাপ নেই, নেই কোন বাচালতা।
এদিকে তৃষ্ণায় ফেটে যাচ্ছে বিরহি হৃদয়
একরাশ ঠাণ্ডা বাতাসের আজ বড়ই অভাব।
হে মহাকাল,
আমায় ফিরিয়ে নাও এবার
যা কিছু বলতে চাই, বলতে পারিনি সেটা
মানুষ জন্ম ব্যর্থ হয়েছে আমার।

কবি : আব্দুল মতিন

ফেসবুক লিংক  https://www.facebook.com/abdulmotin.sagor

আরও পড়ুন