Ads

ভালোবাসার  স্বাদ!

মোঃ জাকির হোসেন শেখ

আমি জীবন সায়াহ্নে দাড়িয়ে
শীতের সকালে জানালা দিয়ে তাকিয়ে আছি
চারদিক কুয়াশার চাদরে ঢাকা
সবুজ রঙের পাতাগুলো ধূলোয় মলিন
সূর্যের দেখা নেই কয়েকদিন যাবৎ…
প্রকৃতি আজ রংহীন
স্মৃতির ডায়েরির পাতাগুলোর ধূলোর আস্তরণ মুছে
আমি নিজেকে জিজ্ঞেস করলাম,
আচ্ছা ভালোবাসা কি! তার স্বাদ কেমন?
স্মৃতি হাঁকড়াতে হাঁকড়াতে আমি উপলব্ধি করলাম,
ভালোবাসা একটি আমলকী!
খেতে খুব তেতো!  কিন্তু মুখ থেকে ফেলা যায়না!
আর স্বাদটা হলো তেতো আমলকী  চিবিয়ে নিঃশেষ করার ঠিক পরে  একগ্লাস পানি পান করার মতো!

আরও পড়ুন