Ads

ভুলটা থেকেই শিখি

হিসান আল আবরার

মন খুলে আজ লিখব বসে
মনের মত ছড়া,
কয়েক দিনের জন্য না হয়
বাদ দিব সব পড়া।
হাজার কাটা-কাটির পরে
শেষ হলো এক ছড়া,
পড়তে গিয়ে বলল সবে
পুরোটাই নড়বড়া।
ভাষাজ্ঞান তোর জঘন্য আর
মাত্রাতে নাই ছিড়ি,
মন আকাশের অশ্রুগুলো
ঝরছে ঝিরি ঝিরি।
শপথ নিলাম খাতায় কভু
ঠুকবনা আর কলম,
জ্বলে মরছি এই ব্যাথাতেই
নেই কোন এর মলম।
পরক্ষণেই ভাবনা এলো
লিখব আবার কালকে,
দেখিয়ে দেব বৃদ্ধাঙ্গুল
নিয়মের বেড়াজালকে।
কাগজ আমার কলম আমার
লিখতে কিসের ভয়?
শতবার ভুল করলে রে ভাই
একবার হবে জয়।
তাই বলি ভাই ভয় করোনা
লিখে যাও মন ভরে,
কেমন হলো লেখার শেষে
নিজেই দ্যাখো পড়ে।
লাজ কাটিয়ে হবু কবিরা
এসো সবাই লিখি,
আমরা মানুষ সঠিকটা তাই
ভুলটা থেকেই শিখি।

হিসান আল আবরার কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন