Ads

মরছে মানুষ গণহারে

আঙ্গুর মিয়া

সারাবিশ্বের মানুষ তোমরা
করোনাকে এতো ভয় কেন করো?
ইহা থেকেই প্রমাণিত হয়
তোমাদের ঈমান নড়বড়ো।

শক্ত মনে ভক্ত হয়ে
তাকওয়া অর্জন করো,
মনে রেখো করোনার চাইতে
তাহার মালিক অনেক বড়।

ভয় করো কেবল তাকেই
করোনা যে তৈরি করে,
ঈমান আমল দূর্বল থাকায়
ঢুকছে করোনা ঘরে।

মালিকের প্রতি বিমুখ হয়ে
মরছে মানুষ গণহারে,
মালিক যাকে পছন্দ করে
কেবল রহমত দেয় তারে।

মালিক যদি চায় তবে
করোনা থেকে মুক্তি দিতে পারে,
মুক্তির জন্য খাস দিলে তাই
মালিককে ডাকো বারে বারে।

আরও পড়ুন