Ads

মহীয়সী

 

প্রাণপ্রিয় মহীয়সী,
তুমিতো সহস্র কবিতা-গল্পের আধার
তুমি প্রেয়সী প্রবন্ধ আর রম্য রচনার
তোমার গৃহে সহস্র কবি সাহিত্যিকের ভীড়
সেথা এতটুকু ঠাঁই হবে কি আমার ?

এই মহীয়সী,
আমিও যে তোমায় বড্ড ভালবাসি
দেখবে আমিও কবিতা দেব রাশি-রাশি
সুর-ছন্দে বানাবো তোমায় সুন্দরী ষোড়শী
নাশিয়া কালবেলা জীবন করে দেব হাসিখুশি।

শুনতে পাচ্ছো কি মহীয়সী?
গ্রীষ্মের প্রকৃতি হতে দেবো পাকা আম
বর্ষায় দেব পাকা পাকা কালো জাম
দেব গোলাপ, বেলী, গন্ধরাজ সেরাম
প্রাকৃতিক উপহার দেব জানইনা যার নাম।

আকাশ হতে এনে দেবো এক রাশ নীল
নির্মল বাতাসে তৃপ্তি এনে দেবো অনাবিল
আরও দেবো একরাশ শাপলা ফোটা ঝিল
রেখেছি তোমার জন্য পদ্ম ফোটা বিল
মহীয়সী, রাখবে কী কাছে আমায় চিরটাকাল?

 

হোসনে আরা মেঘনা – কবি

আরও পড়ুন