Ads

মহীয়সী

আব্দুল মতিন

শুধুই রূপে নয় গুণেও সেরা,
তোমার নিবিড় স্পর্শ পেয়েছে যারা
আলোর সুপথ দেখলো তারা।
মুগ্ধ হই কবিতা পড়ে,
গল্পে যেন মুক্তা ঝরে।
রোকেয়া বা নাই হলে,
ধন্য হয়েছি সবাই বলে।
সকাল দুপুর সন্ধ্যা রাতে,
সময় দিতে চাই তোমার সাথে।
মায়ার বাধনে সবাই বাঁধা,
বার বার শুনি বীরত্ব গাঁথা।
আয়োজন দেখি অনেক ভালো,
আমার হৃদয়ে ও জ্বেলেছে আলো।
স্নিগ্ধ শোভা তোমার মাঝে,
হারিয়ে যায় ঠিক সাঝে।
সবাই করে মহীয়সীর জল্পনা,
আমি করি মহীয়সীর পরিকল্পনা।
ছড়ায় আলো সবার প্রানে,
মহীয়সী সাজুক নতুন গানে।।

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন