Ads

মাদক নেশায়

আবু জাফর বিশ্বাস

মাদক নেশায় যুব সমাজ

হচ্ছে তারা নষ্ট,

বাবা মায়ের স্বপ্ন গুলো

ভেঙে’যে পায় কষ্ট।

 

নেশার ঘোরে ঐশী করেছে

নিজের বাবা খুন,

মাদক নেশায় সবাই মত্ত

নেইতো ভালো গুণ।

 

মাতাল হচ্ছে গ্রাম শহরে

যুবক নারী যত;

ফেন্সিড্রিল হিরোইনের মত

এমন আরো কত।

 

মাদক ইয়াবা নেশা গাজার

আশেক ঘরে ঘরে,

ঘাতক নেশায় সবাই তারা

জীবন নষ্ট করে।

 

রেললাইন ধারে নদী পাড়ের

বস্তিতে করে নেশা,

অপরাধ করে অঘটন ঘটে

এসব যেন পেশা।

 

অভিভাবক ও সমাজ সেবক

সবে হবে সচেতন,

সন্তান এমন কখনো যেন

হয়’না অধঃপতন।

আরও পড়ুন