Ads

মা

দেলোয়ারা বেগম

জন্মেছি মাগো তোমার কোলেতে
কথা শিখেছি তোমার বুলিতে
তোমার ধ্যানেই মগ্ন আমি
তোমার ধ্যানেই সুখ  ।।

তোমার জ্ঞানেই গর্বিত মাগো
সংকিত আমি তোমার জন্যেই
তোমার দিক্ষায় বড় হয়েছি মাগো
হৃদয়ে তৃপ্ত সুখ  ।।

যে জাতি বুঝেনা মায়ের কদর
থেকেও পায়না সে তাদের আদর
হতভাগা রে,কি করিলি হায় !
দুঃখ ভরা হৃদয় নিয়ে কান্নাজুড়াস পায় ?

থাকিতে বুঝিনি মর্ম তোমার
হারিয়ে যখন যাও !
কুড়িয়ে ফিরে যত্ন করি
আবার হারিয়ে যাও  ।।

মাগো তুমি যেমন ছিলে
তেমন আমি নই !
আমি তোমায় হারিয়ে ফেলেছি
এখন তুমি  কই ?

ধন্য আমি ধন্য মাগো
তোমার কোলে জন্মে
শিখেছি মাগো তোমার শিক্ষা
আমিই অগ্রগন্যে  ।।

আরও পড়ুন