Ads

মিনতি

আ. জব্বার

১.
ওদের মাঠ ভরা ফসল দেখে
ওরা যে আনন্দ পায়
তার থেকে অপার আনন্দ
তুমি দিয়েছ আমায়।

২.
শান্তিতে শান্তিতেই আমি করবো শয়ন
নিদ্রাতে আমার সবুজবেষ্টনী দু’নয়ন
আমি একাকী হলেও জানি হে প্রভু
তুমি করবে রক্ষা আমায়!

৩.
মিথ্যাবাদীকে করবে তুমি বিনাশ
রক্তলোলুপ ও প্রতারক
তোমার দৃষ্টিতে ঘৃণিত।

৪.
তোমার অন্তর্ভেদী দৃষ্টির সামনে
দাম্ভিক পাপী পারবে না দাঁড়াতে।

আ. জব্বার কবি ও সাহিত্যিক।

কবি কুটির/

আরও পড়ুন