Ads

মুক্তি দিয়েছি

সুমেরা জামান

এটা ভাবতেই
ভালো লাগে
আজ আর নেই….
কারো জন্য কোন অপেক্ষা।

নেই বুকের ভেতর
কারো জন্য হুহু যাতনা
অভিমান কিংবা উত্তাপ  !!!

বাজলেই  সন্ধ্যা সাতটা
নেচে উঠেনা  মনটা
কেননা আজ আর নেই ….কোন অপেক্ষা।

চুলোতে চায়ের
পানিরা বাষ্প হয়না গাড় হতে,
আমাদের চোখের চাউনিতে প্রথম
চুমুক হতে।

কাপগুলো জেনে গেছে
এখানে আর ভালবাসারা বাষ্প  থেকে তরলে গলে পড়ে না।
তাই তারা টুংটাং ছন্দে সুর তোলেনা।

বেলকুনিতে গিয়ে আর
দাঁড়ানো লাগে না,
কেননা অস্থিরতাই হৃদযন্ত্রের আর
গতি বাড়েনা।

সাদা শাড়ি আর নুপূর পরা লাগেনা
দেখে মুগ্ধহলাম  বলার জন্য
আর কেউ আসবেনা।

কলিং এর ঘন্টা শুনে দৌড়ে গিয়ে দরজা খুলা লাগেনা। জানিতে সে আর ফিরবেনা।

হারিয়ে ফেলেছি তাকে
স্বেচ্ছাই
মুক্তি দিয়েছি তাকে
তার ইচ্ছায়।

আরও পড়ুন