Ads

মুসলিম

খাদিজা ইয়াসমিন

এখানে শুধু দ্বন্দ আর ফাসাদ
ছড়াতে হবে আল্লাহর বানী
ভুলে সব হিংসা বিবাদ।
দিন হবে রাত ফুরিয়ে
মুসলিমে এক হবে
আনবে সোনালি সেই দিন
গাইবো সবে
কন্ঠ ও মনের জোরে
মুসলিম, আমরা মুসলিম।
গোলাম এক আল্লাহর।

দেখবে জগত বিশ্ব
মুসলিম নয় অবনত
শীর সদা চির উন্নীত
হবেনা কাফের মুশরিকে দোস্তি
জীবনের ইরাদা কেবল আল্লাহর সন্তুষ্টি
মুসলিম, আমরা মুসলিম।
গোলাম এক আল্লাহর।

লড়াইয়ে ডরেনা
চলে  ঈমানি বলে
হয়না ভীত শহিদী মরণে
আল্লাহর রাহে শতবার মরণের ইচ্ছে রাখে
মুসলিম, আমরা মুসলিম।
গোলাম এক আল্লাহর।

খাদিজা ইয়াসমিন কবি।

৩.৭.১৮

৫.৪৪ pm

আরও পড়ুন