Ads

মূল্যবোধ কারো কারো

আবু সাইফা

আমাদের মূল্যবোধ কারও কারও
বেদুইনের সেই মৃত বিড়ালের মত,
যে ছিল অসংখ্য নামে বেশ মশহুর —
নামটি ছড়িয়েছিল দূর-বহুদূর!

হয়তো আমরা সেই কাহিনীর মত
কী লোভে জীবনে গতি বাড়িয়েছি আরো?

বেদুইন ভেবেছিল এত নাম যার–
মূল্য তার কম নয়, অতি বেশুমার!
সে আশায় বেদুইন বেশ মূল্যহাঁকে,
হায় রে! কেউ দিলনা সাড়া তার ডাকে।

নিজেকে কবি ভাবতে বেশ ভালোলাগে,
তাই অবজ্ঞায় উঁচু করে রাখি নাক–
মাঝে মাঝে ভাবি আমার মূল্য অনেক,
যেহেতু পদ্য লিখেছি ডজনখানেক।
যতনে এড়িয়ে চলি হৃদয়ের ডাক
সিক্ত হই শুধু কবিতার অনুরাগে।

আবু সাইফা কবি।

আরও পড়ুন