মেঘলা আকাশ
বিকেলের মায়ায় গোধূলীর ছায়ায়
খোলা চুলের দোলা দেওয়া মাদকতায়,
ভাবনার মায়াময়ী ক্ষণে অধরা স্বপ্নরা
নির্লিপ্ত নয়ন কোণে দাগ কাটে নীরবতায়
বিষণ্ণতায় ডুবে মেঘমেদুর আকাশটা
দু’ফোটা অশ্রু ঝরিয়ে সিক্ত করে তৃপ্ততায়।
____________
মঞ্জিলা শরীফ- কবি
মেঘলা আকাশ
বিকেলের মায়ায় গোধূলীর ছায়ায়
খোলা চুলের দোলা দেওয়া মাদকতায়,
ভাবনার মায়াময়ী ক্ষণে অধরা স্বপ্নরা
নির্লিপ্ত নয়ন কোণে দাগ কাটে নীরবতায়
বিষণ্ণতায় ডুবে মেঘমেদুর আকাশটা
দু’ফোটা অশ্রু ঝরিয়ে সিক্ত করে তৃপ্ততায়।
____________
মঞ্জিলা শরীফ- কবি