Ads

যে শিশুটি

তারিকুল ইসলাম সুমনঃ

যে শিশুটি পায় না খেতে
বাড়ায় দুটি হাত,
যুদ্ধ করে নিত্য কাটে
মশার সাথে রাত।

যে শিশুটি মধু মাসের
পায় না কোন ঘ্রাণ,
কাস্তে বাঁকা ঈদের চাঁদে
যার নাচে না প্রাণ।

যে শিশুটি কাগজ খুটে
বোঝায় ভরে কাঁধ,
দুঃখের পালে নিত্য ছুটে
স্বপ্ন দেখার স্বাধ।

ঐ শিশুটির হাতে দিলে
কলম খাতা বই,
পেতেও পারে খুঁজে খুঁজে
স্বপ্ন দেখার মই।

লেখকঃ কবি ও ছড়াকার।

আরও পড়ুন