Ads

রেলওয়ে স্টেশন

শাহানারা শারমিনঃ

যাত্রীর কোলাহলে কানে লাগে তালা,
হকারের হাঁকাহাঁকি গেল বুঝি গলা।

গাড়ি আসার সাড়া পেলে বেধেঁ যায় ঠেলা,
যাওয়া আসার শেষ নেই ঠিক যেন মেলা।

জৌলুশ যাত্রীরা পিকনিকে আসে,
নববধূ শাড়ী পড়ে মিটিমিটি হাঁসে।

হাঁট দিন বাদ নেই নামে শত যাত্রী
পকেটমার দিন গোনে কবে সেই রাত্রি।

মান বিছ নেই তার বোন কিম্বা ভাত্রী
কাজের বেলা নেমে তারা সাজেন  যেন যাত্রী।

টিকিটের কাড়াকাড়ি গাড়ি এলো তাড়াতাড়ি
দরজার কাছে গিয়ে ট্রেনে উঠার পাড়াপাড়ি।

লম্বা হুইসেলে গাড়ি দেয় মাঠ পাড়ি।
আঁখি মেলে দেখা যায় গাছগুলি সারিসারি।

লেখকঃ কবি-সাহিত্যিক ও মডারেটর, মহীয়সী।

আরও পড়ুন