Ads

লণ্ঠন

আব্দুল মতিন

হাতত লিয়া পুরানা লণ্ঠন
পড়বার গেছি কত যে ঘটন।
ভিতরে অদ্ভুত যন্ত্রর দেকি
ঘুরালে আলোর তাজ একি।
বিশ বছর আগে স্মৃতি সেই হারকিন
আজকাউ আছে মা তুলিছে মারকিন।
নানা কয় ত্যালের দাম বেশি বা!
আরেক না তাজ কমা রে বা।
তুই খুব খারাপ আচু রে চেংরা
বারি দিয়্যা পাও করমু নেংড়া।
তাজ খালি কমাস বাড়াস সলতা পুড়ে বেশি,
এত ঝামেলা করিস না খাঁড়া হামি আসি।
হপ্তায় একটা চেংড়ি লাগে
মাস না জাতে সলতা আগে।
এখুন হামি লণ্ঠন দেখি
চুপিচুপি শুধুই হাসি।।

আব্দুল মতিন কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন