Ads

লেবাস

মইনুল করিমঃ

দেখবো তাঁরে আপন নয়নে
মনে আশা জাগ্রত,
ইতিউতি ফিরি দিকভ্রম ঘুরি
ব্যর্থ নয়ন নত।

কেউ কেউ বলে দেবালয়ে খোঁজো।
ছুটি দেবালয় পানে,
শুদ্ধি পোশাকে প্রহরী দাঁড়ায়ে
বুঝি না কী এর মানে!

পাহারার নামে দালালের হাতে
স্রষ্টা কী তবে বন্দি?
কিভাবে তবে পৌঁছবে এ কালে
দুর্বল যত বন্দী?

বরপুত্রের আছে শৌচ লেবাস,
অলখে রয় পাপ;
তুচ্ছ বন্দীর অচল ক্রন্দন
নিষ্ফল দেয়া শাপ!

তবু আশা মনে, হবে পণ্ড
দালালের যত চাতুরী,
হৃদাসনে আসীন হবে স্রষ্টা
বধিবে যত ব্যাভীচারী।

লেখকঃ কবি।

আরও পড়ুন