Ads

লৌহমানবীর শপথ

জামশেদুল হক কনকঃ
.
কোমল মৃত্তিকায় সৃজিত এক লৌহমানবী
চোখের সম্মুখে সুপুরুষ স্বামীর শব দেখে;
শোকে মুহ্যমান হয়েছেন,
হয়েছেন ক্ষত-বিক্ষত,বেদনাশ্রুতে পূর্ণ নেত্র;
ছিলেন উচ্ছ্বলা তটিনী,হয়েছেন জলহীন সিন্ধু;
তবুও ডরাননি একবিন্দু,এখনো বহমান নির্ভীক বন্ধু!

শংসপ্তক পতিশ্বরের ব্রতকে করেছেন স্বীয় জীবনের গন্তব্য্;
অটুট,অনড়,দৃঢ়,দীপ্ত আর দৃপ্ত অবয়বে শপথ করেছেন,
মানবাধিকার লংঘিত হলেই,
ভুুলুন্ঠিত করবেন মানুষরূপী পশুদের সিংহাসন,পদবী আর দম্ভ;
সময়ের প্রয়োজনে,মানবতার তাগিদে আজকের জরাগ্রস্ত পৃথিবীতে
মানবী থেকে রূপান্তরিত হয়ে,
হয়ে যাবেন দস্যু বনহুর নয়ত ফুলন দেবী!
তবুও পিছু হটে একচুলও ছাড়বেন না সূচাগ্র মেদিনী,
শুনতে দিবেন না বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে,
সোচ্চার রবেন আদায়ে কঙ্কালসারদের মৌলিক অধিকারের দাবী।

dedicated to Razia Rahman Jolly,,,owner & publisher of জাগৃতি প্রকাশনী…..

আরও পড়ুন