Ads

শিরোনামহীন

লায়লা আরজুমানঃ

কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি তার হিসেব করা হয়নি।
সুখের স্বপ্ন দেখিনা অনেকদিন!
সুখ নিয়ে ভাবতে গেলেই দুঃখ ছেঁয়ে আসে পুরো ভুবন জুড়ে।
ধৈর্য সুমিষ্ট ফল দেয়,আমি ধৈর্য ধরতে পারিনি,
ভালবাসায় ভালবাসা আনে, আমি পারিনি।
এক শালিকের কথা ভেবে আমি ঘুমাতে পারিনা,
একটা ফড়িংএর কথা ভেবে আমি ঘুমাতে পারিনা।
একটা পূর্ণিমার কথা ভেবে দু’চোখের পাতা এক হয়না আমার।
ছেঁড়া পাল তোলা নৌকার কথা ভেবে চোখ বন্ধ রাখতে পারিনা আমি।
ধূসর আকাশ আরো ধূসর মনে হয়, বহুদূরের মনে হয়।
ভাল লাগার অভিনয় করে যাই,
যুগ যুগ ধরে।

লেখকঃ কবি।

আরও পড়ুন