Ads

শীতকাব্য

মাহফুজা শিরিন

হিমালয়ের হিমবুড়ি ঐ
শীতের কাঁথা গায়,
লাঠির ভরে ঠকঠকিয়ে
শীত ছড়িয়ে যায় ।।

খেজুর রসে মন্ডা-মিঠাই
পিঠে পুলি পায়েস,
শীতের বুড়ি ফেরি করে
মিষ্টি রোদের আয়েশ।।

শিশির ভেজা দূর্বাঘাসে
শিউলি ঝরার দিন,
ছোট্ট বেলার,ফুল কুড়োনোর
দিন ছিল রঙিন ।।

শীতের বুড়ি আসে ফিরে
একই রকম সাজে,
দিনগুলো আর আসেনাতো
শিউলি রাঙা লাজে।।

ও শীত বুড়ি! ছড়াও তুমি
ধবল তুষার কণা,
তোমার কেন হয়না স্মরণ ?
কাঁদে দু:খীজনা।।

শীতের বুড়ি শীত ছড়িও
হরেক যাদের আছে,
পথের ধারে ঐ শিশুটি
যেওনা তার কাছে ।।
———২৭/১১/২০১৫

মাহফুজা শিরিন কবি।

আরও পড়ুন