Ads

শীতের শেষে আরেক শোভা

আবু জাফর বিশ্বাস

পৌষ মাসে  হিমেল বেশে
জেঁকে এলো শীত,
সকাল হলেই শীতের পাখি
গায়ইছে সবে গীত।

শীত কালে গ্রাম অঞ্চলে
ওঠে সবাই ভোরে,
গাছি ভাই মাঠে যায়
কুয়াশার ঘোরে।

খেজুর গাছের রস পেরে
নিয়ে ফেরে বাড়ি,
রস জ্বালায়, বসায় চুলায়
কড়াই কিংবা হাঁড়ি।

নতুন চালের গুঁড়ার তৈরী
হরেক শীতের পিঠা;
ভাঁপা, দুধপুলি ও চন্দ্রকুলি
খেতে অনেক মিঠা।

খেজুরের রসের জাউ রান্না
আহ্! কী’যে মজা,
নতুন গুড়ের পাটালী তিলের,
পিঠা রসে-ভেজা।

মায়ের হাতের শীতের পিঠা
খেয়েছি মধুর স্বাদে,
খাবার আয়েস পিঠা পায়েস
কেউনা তেমন রাঁধে।

শীতের পৌষ  কাঁপে মোষ
মাঘের শীতে বাঘ,
পৌষ মাসে ফুলের চাষে
রঙিন ফুলের বাগ।

শীতের শেষে আরেক শোভা
ফোটে সরিষা ফুল,
মৌমাছির দল মধুর লোভে
বসায় ফুলে হুল।

হলুদ রঙের মাঠ’টি যেন
আকাশ রঙে মিশে;
তেপান্তরে হারিয়ে গেছে
দিগন্তের ঐ শেষে।

সরষে ক্ষেতে  বাক্স পেতে
মৌমাছি কেউ পালে,
মৌচাক হতে ফুলের মধু
পাচ্ছে শীতকালে।

আবু জাফর বিশ্বাস কবি।
যশোর। ১২-০১-২০২০

আরও পড়ুন