Ads

শীতের সকাল

জায়তুন্নেছা জেবু

কুয়াশার  চাদর মুড়ি দিয়ে
শীতের সকাল আসে,
তরুলতা বৃক্ষরাজি
আনন্দে গা  ভাসে।

শীতের সকালে  ভাপা পিঠা
খেজুর রসের ঘ্রাণ,
সোনার  ফসল ফলে
চাষি ভাইয়ের  প্রাণ।

শীতের  ভোরে পাখির গান
আযানের  সুমধুর  টান,
উত্তরের  হিমেল  হাওয়া
গরম গরম চা পরোটা খাওয়া

গোলাপ, ডালিয়া, পলাশ, গাঁদা
বাগান  ভরে  যায়,
লেপ, কাঁথা, কম্বল  ছেড়ে
উঠতে নাহি মন  চায়।

কবি- জায়তুন্নেছা জেবু

ঠিকানা- চট্টগ্রাম, বাংলাদেশ।

আরও পড়ুন