Ads

শীত শীত

শাহীন খান
শীত শীত কী যে শীত
গাই তার সংগীত
ঠক ঠক কাঁপছি,
চারদিকে চুপচাপ
ঝরে রস টুপটাপ
খাব রস ভাবছি।
বয়ে চলে কুয়াশা
লাগে যেন ধোঁয়াশা
পাখিদের গানটান বন্ধ
গরীবের কষ্ট
হয় কাজ নষ্ট
সব খানে লাগে হায় দ্বন্দ্ব!
ও বাবা মাগোরে
সূূর্য জাগোরে
এখন তো তুমি সোনা ভরসা
আনো রোদ ঝিলমিল
হাসি সবে খিলখিল
সব খানে করে দাও ফর্সা।
উম উম দিই ঘুম
চাঁদ মামা দাও চুম
সুখে থাক মনটা আহারে
অনাবিল মায়াতে
রোদ মাখা ছায়াতে
সুর তুলি ছন্দের বাহারে!
ফুল ফোটা লগনে
তারা জ্বলা গগনে
মৌমৌ হোক গোটা দেশটা
রূপকথা সুরভি
রেশ তার পূরবী
ভালো থাকা করে যাই চেষ্টা।
বানারীপাড়া
বরিশাল।
আরও পড়ুন