Ads

সত্যিকারের ব্যাংকার

এস এম ফয়েজ রহমান

বসকে গিয়ে বললাম আমি ছুটি লাগবে স্যার ।

বস বলে আমার নাকি বেড়েছে অনেক বাড় ।

বললাম আমি কদিন থেকে বুকে বড় ব্যথা ।

বস আমায় শুনায়ে দিল হাজার রকম কথা ।

 

কদিন থেকে তারও নাকি ব্যথা কোমর পরে ।

তারপরও তা উপেক্ষা করে যাচ্ছেন অফিস করে ।

বললেন আমায় ভনিতা রেখে ‘কাজে মন দাও’ ।

কখনো কি ভেবেছো তুমি বেতন কত নাও ।

 

ফালতু কথা শোনার মত সময় আমার নাই ।

কালকের দেয়া কাজটা আমার বারোটার আগে চাই ।

তাড়াতাড়ি সীটে যাও কাজটা করো শেষ ।

আসুখ নিয়েই দেখ আমি অফিস করছি বেশ ।

 

সীটে এসেই ব্যথাটা  আমার গেল অনেক বেড়ে ।

হঠাৎ করেই প্রাণ পাখিটা গেল আমায় ছেড়ে ।

ছুটি পেলাম ব্যাংক থেকে জীবন থেকেও ভাই ।

আমি সত্যিকারের ব্যাংকার ছিলাম তুলনা আমার নাই ।

 

 

 

আরও পড়ুন