Ads

সাতসকালে

মোঃ মশিউর রহমান ভূঁইয়া

সাতসকালে দিল কারা
ভাবতরঙ্গে নাড়া
তাই বুঝি গো কাব্যতীর্থে
পড়ে গেছে সাড়া।

বাগবাগিচায় পরাগ মেলে
হাসছে কুসুমকলি
তাইনা দেখে আসছে ছুটে
মৌ লোভে অলি!

শিশির ভেজা দূর্বাঘাসে
জড়িয়ে আসে পা
মৃদুমন্দ শীতল হাওয়ায়
জুড়িয়ে যায় গা।

নদীর ধারে কাশের বনে
যেন পরীর মেলা
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা।

ভাটির টানে শান্ত নদী
বয়ে চলে যায়
জলতরঙ্গ নেশা ধরায়
সুরের মূর্ছনায়!

দুধ সাদা বকের সারি
নয়ন জোড়ের বাঁকে
বাঁধের ধারে বন বনানি
হাতছানিতে ডাকে।

ঊষার আলো ছড়িয়ে পড়ে
গাছগাছালির ফাঁকে
নতুন দিনের নতুন আশায়
বুক বাঁধতে ডাকে।

লেখকঃ কবি ও সাহিত্যক

আরও পড়ুন