Ads

সানিয়া আঁখি’র দুইটি কবিতা

সানিয়া আঁখি

অনুভূতি

মেঘের ভেলা যখন ধরায় বৃষ্টি হয়ে নামে,
মনটা আমার যায় ভরে যায় মহান প্রভুর প্রেমে।
পুষ্পগুলো যখন শাখে থোকায় থোকায় দোলে
দৃষ্টি আমার ঐ শাখেতে যায় যে কেবল  চলে।
ভোর বিহানে  মিষ্টি মধুর পাখির সুরে
মনটা আমার মাতাল হয়ে; সুরের তানে যায় উড়ে।
চরনতলে শিশিরভেজা দূর্বাঘাসের ছোয়ায়,
অনাবিল এক  প্রশান্তিতে মনকে শুধু ভোলায়।

আশাই ভরসা

হতাশা আমায় রেখেছে বেঁধে
তার-ই  মায়া জালে
তরীতো আমার গিয়েছে ডুবে
হতাশার  অথৈজলে
ব্যর্থতা আমায় করেছে নিরাশা
তাই নোনাজলে যায় ভেসে আশা
নিজেকে আজ গিয়েছি ভুলে
পরাজয়ের গ্লানি আমায় খাচ্ছে কুড়ে
ব্যর্থতা, হতাশা আর পরাজয়ে
জীবনটাকে করেছে বিষে
তবুও খুঁজেফিরি সেই স্বপ্নীল আশা
যেখানে প্রভুর রহমে ভরা
তা ই আমার একমাত্র ভরসা।

আরও পড়ুন