Ads

সুখের অসুখ

ইশরাত জাহান রোজী

কষ্ট ছাড়া মানুষ আবার
আছে নাকি এই জগতে?

কষ্ট আছে শরীর জুড়ে
কারও কষ্ট মনে…
সুখের অসুখ কারও কারও
নিত্যই বাসা বাঁধে মনে।

সবই আছে, তবুও মানুষ
কাঙাল যেন চিরকাল,
সুখ আছে কিসে কিসে
সেটা ভেবেই হচ্ছে নাকাল।

পেটের ক্ষুধা যদিও মিটে
মনের ক্ষুধা মিটে না,
মনের ক্ষুধা মিটবে কিসে
সেটাও মানুষ বুঝে না…

সুখ সুখ করে মানুষ
বৃথায় কাটায় দিন,
মনের ঘরে সুখ লুকিয়ে
খুঁজে চলে অর্বাচীন।

ইশরাত জাহান রোজী কবি ও সাহিত্যিক।

০৩/০২/২০২০ইং
সন্ধ্যা ০৭.০৫ মিনিট
ঢাকা ক্যান্টনমেন্ট।

আরও পড়ুন