Ads

সৃজনে মগন

ফারহানা শারমিন জেনী

শীতের কুয়াশার চাদরেঢাকা হীম সকালে গরম ধোঁয়া ওঠা এককাপ আয়েশি চায়ের সাথে উষ্ণ আলাপন, রঙবেরঙের হরেক ফুলের ছাদবাগানে বসেছে পুষ্পমেলার দারুণ আয়োজন।

ঘাসফড়িঙ মেলেছে পাখা পরাগায়নের নিবিড় আকাঙ্ক্ষা, প্রজাপতিটাও এসেছে উড়ে, মেলে স্বপ্নের পাখা।

কুয়াশার চাদর ভেদি আসে কুসুম ফোটা ভোর আমার সাথে কবে যেন বাঁধা পড়েছে ভালো-লাগা তোর।

সামনে পড়ে আছে  বিস্তর সবুজমাখা পথ সেখানে যেন না পড়ে কারো কু নজর লাগা খুনরাঙা শপথ।

শীতের কুহেলিকা শেষে আসবে নতুন ফাগুন সেখানে যেন বসন্তে শুরু হয় মর্মর আবেগী আগুন।

সৃষ্টি মাঝে বৈচিত্র্যময় পসরা অবিরত সৃজন করে যেজন তার প্রেমেতে হয়েছি পাগল ভাবানায় মগন।

১৫/০১/২০২০

ফারহানা শারমিন জেনী  কবি।

রাজশাহী

আরও পড়ুন