Ads

হাসির আড়ালে

ইশরাত জাহান রোজী

হাসি মুখ দেখে ‘আহা কত সুখী!’ ভাবে কতজন
দেখে না আড়ালে সে কতটা যত্নে
লুকায় অশ্রুর ঢল।
নীরব আর্তনাদে ভেঙে পড়া হৃদয়ের আকুতি
কখনোই চায় না বুঝতে কেউই।
হতাশার ঝড়ে কার জীবন তছনছ হলো,
কার মন ভেঙে সে অসহায় হলো
কার পাঁজর ভেঙে গুড়িয়ে গেল
কার, কোন কথায় কার হৃদয় আহত হলো
রেখেছে ক’জন তার হিসাব?
হাসি মুখের আড়ালে কে কতটা চেপে রেখেছে
দুঃখ নামের জলন্ত আগ্নেয়গিরি
কে নিয়েছে তার খবর?
তোমরা শুধু মানুষের হাসি মুখ দেখো,
আর নির্দ্বিধায় হিসাব কষতে থাকো…
কতটা সুখের জোয়ারে ভাসলো তার জীবন
কতটা রঙে রঙিন হলো তার বিক্ষিপ্ত মন,
বিদীর্ণ বেদনার কাব্য কথা তোমরা খুঁজতে চাও না,
তোমরা শুধু হাসিই দেখে যাও,
আবিরের আড়ালে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ
তোমাদের চোখে পড়ে না…
তোমরা কাঁদিয়ে যাও নিরন্তর
শুধু কান্না দেখতে পাও না…

ইশরাত জাহান রোজী কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন