Ads

হৃদয়ের বাতায়ন

আব্দুল মতিন

দুয়ার খুলে দেখি আমি
তুমি সেই তফাতে।
তোমায় নিয়ে ঘুরতে যাব
যে যা বলুক তাতে।
হৃদয় গহিনে তোমার বসবাস
বার বার চেয়ে থাকা।
পুরনো স্মৃতি স্মরণে আসে
তুমিই শুধু কল্পনার শখা।
বিরহের আঘাতে ক্ষত- বিক্ষত
যেন চাতক পাখি।
কি করে বুঝাই তোমায়
কোন খানেতে রাখি।
চায়ের কাপের শেষ চুমুকের মত
তোমার চলে যাওয়া।
হৃদয় বাতায়নে শুধুই আওয়াজ
হয়নি তোমায় কাছে পাওয়া।।

আব্দুল মতিন কবি ও প্রভাষক, কাতিলা সবুজ সংঘ আদর্শ স্কুল এন্ড কলেজ।

আরও পড়ুন