Ads

হৃদয়ে আরোগ্য দাও,প্রভু

আরণ্যকে শবনম

আরোগ্য দাও প্রিয়তম, এক টুকরো হৃদয়ে
যেখানে চাষ করবো জান্নাতী ফুল,
হাসনাহেনা,কামিনী,বেলীর মতো
সুগন্ধি ছড়িয়ে দেবে প্রতিটি রুগ্ন প্রাণে।

আরোগ্য দাও প্রিয়তম,এক টুকরো হৃদয়ে
যে হৃদয় আজ মলিন,ভগ্নপ্রায়
সেখানে গড়ে দাও তুমি তাকওয়ার সুউচ্চ মিনার,
যে মিনার টপকে, রুগ্নতা -ব্যধি আমায় ছুঁতে না পারে।

আরোগ্য দাও প্রিয়তম,এক টুকরো হৃদয়ে
মরিচা-ধরা,গ্লানিমাখা মন ঝাঝরা হলো অনুক্ষণ,
তোমার দিদারে প্রশান্ত করে দাও আমার অন্তঃকরন।
ব্যথাতুরা হৃদয় আজ তোমার রংঙে সাজিয়ে দাও!

আরোগ্য দাও প্রিয়তম,এক টুকরো হৃদয়ে
যে হৃদয়ে ধূলিমলিনতার আচ্ছাদনে ডুবে,
রামাদানের সুধায় আকন্ঠ জড়িয়ে দাও।
সুস্হ হৃদয়ে চাষ করবো একটি ফুল,
তোমার বৃষ্টিতে সিক্ত করো আমার যতো ভুল।

রচনাকাল-৩১মে,২০১৯

আরও পড়ুন