Ads

হয়নি বলা কাব্যকথা

নাজমা বেগম নাজু

অবাধ অবোধ
কাব্যগাথায়
কত কী- ই যে বলি,
সত্যি যেটা
হয়নি সেটাই বলা।
এই যে তোমার পায়ের নূপুর
বুকের গহীন
মধ্যিখানে
নিত্য সময় অবাক সুরে
সকাল দুপুর বাজে,
তোমার হাসি
অরূপ রাশি
আকাশ জোড়া
নিযুত কোটি
চন্দ্রকলায় সাজে।

নাজমা বেগম নাজু কবি ও জাতিসংঘের প্রথম নারী কন্টিনজেন্ট  কমান্ডার।

আরও পড়ুন