Ads

২০২০ সাল

শাহানারা শারমিন

সময়ের স্রোত ধরে ছুটে চলে মহাকাল
২০১৯ কে পিছু ফেলে এলো ২০২০ সাল।
থার্টি ফাস্ট পার্টি দিয়ে চোখেমুখে মেখে রং
দিবসের অযুহাতে কতরূপে সাজি সং।
এই  সমাজের হালচাল বড়ই বেহাল বটে
আধুনিকতার নামে শুধু বেহায়াপনা ঘটে।
ঘরে বসে যুবক যুবতী নেশাতে ডুবে রয়
ফেসবুক, ইমো, হোয়াটস আপে টাকা ক্ষয়।
স্মার্টনেস বাড়াতে পোশাকগুলো ছোট করে
মেকআপ মুখে মেখে সেলফিতে ভাব ধরে।
বাবা মাকে হেয় করে বাহিরেতে ভদ্রবেশ
আসলে তাদের মাঝে শিক্ষার নেই লেশ।
সুদ ঘুষে ছেয়ে গেছে অফিস আর আদালত
চাকুরী হবে তার যার টাকা মামা আছে বস।
মানুষের সাথে সাথে প্রকৃতি আর বাজারে
খাঁটি কিছু জোটেনা একটাও  হাজারে।
দামেদরে কম নয় মাংস, মাছ  ও সবজি
ফরমালিন খাবার খাই ডুবিয়ে হাত কবজি।
রোগ হলে খুঁজে ফিরি ডাক্তার ও কবিরাজ
প্যাথলজি, অপারেশন সারাই তাদের কাজ।
কোম্পানির লোকজন মেডিকেলে আনাগোনা
যে যত টাকা ছাড়ে তার ততো বেঁচাকেনা।
ভেজাল ঔষধে মিলে আটা, বালি ও ময়দা
রোগ সারেনা তাতে হয় নানা রোগ পয়দা।
স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে একই খেল
প্রাইভেট আর কোচিং না দিলেই করে ফেল।
মনে পড়ে ১৯৯০ সালের সেই সোনালী দিন
ভুলতে পারিনা সেই দিনের ছবি অমলিন।
আশা রাখি বদলাবে বাংলার  করুণ বেশ
নামে গুণে সেরা হবে সোনার বাংলাদেশ।

শাহানারা শারমিন কবি। 

আরও পড়ুন