Ads

ফিরে এলো রংয়েরই ফাগুন

শাহীন খান

বনে বনে পাখি ডেকে যায়
কবিগণ লেখা লেখে যায়
প্রজাপতি মেলেছে পাখা
মধুক্ষণ আবিরে মাখা
অলিরা করে গুনগুন।
ফুলেরা গন্ধ বিলায়
ছড়াকার ছন্দ মিলায়
কোকিলা কুহুকুহু গায়
দোয়েলা আঁড়ে আঁড়ে চায়
এ মনটা করে টিনটুন।
চাঁদমামা হেসে যে চলে
জোছনা পড়ে যে গলে
আকাশে তারার মেলা
জোনাকি করে যে খেলা
হৃদয়ে ভাবের আগুন।
ঝিঁঝিদের পালা যে বসে
ভেসে যাই সুখেরই রসে
রাখালের মধু বাঁশি সুর
বেজে যায় সকাল দুপুর
এটা বলো কার গুণ?
এ লগন কতে যে দামি
আমাতে থাকি না আমি
হয়ে যাই দিওনা আজই
কে যেন গো ফোটালো বাজি
কলিজায় ধরেছে যে ঘুণ!
রবিসাব ঢালে যে আলো
দেখে লাগে কতো যে ভালো
নিশাচর ডাক দিয়ে যায়
দোলা দেয় দখিনা যে বায়
ফিরে  এলো রংয়েরই  ফাগুন!

লেখক:-কবি, ছড়াকার, গীতিকার, সুরকার, গল্পকারঔপন্যাসিক।

আরও পড়ুন