Ads

জাকির আহমদের দুটি কবিতা

জাকির আহমদ

শবযাত্রার যাত্রী

শবযাত্রায় এখন নিয়মিতই অংশ নিতে হয়
অনেকটা সাপ্তাহিক বাজার করার মতই

মাথায় টুপি মুখে মাস্ক পরে জানাযা নামাজ শেষে
লাশের খাটলির পিছু পিছু পৌঁছে যাই গোরেস্থানে
কবরস্থানটা খনিকের জন্য যেন রকমারি বাজারে পরিণত হয়

লাশের পরিবারের লোকজন হুজুরের সহায়তায় যখন ব‍্যস্ত কবরকে ঘিরে
তখন আমরা মেতে উঠি খোশগল্পে-
চাকরি, প্রমেশন, করোনাকালে অফিস, লকডাউন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে
কেউ কেউ মরহুমের শ্বশুরবাড়ির চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতে শুরু করি
চালের দাম, নিত্যপণ্যের উর্ধগতি এমনকি
রড, সিমেন্টসহ গৃহনির্মাণ সামগ্ৰীর দামের উর্ধগতি নিয়েও হাপিত্তেশ করি
কেউবা মোবাইল ক‍্যামেরায় গোরস্তানের ঝোপঝাড়ে ফুটে থাকা

নাম নাজানা ফুলের ছবি তুলে নিজের সুপ্ত প্রতিভা বিকাশে ব‍্যস্ত
-এতোক্ষণ সময় লাগছে কেনো দাফনকার্যে!
কেউ কেউ এমন বিরক্তিও প্রকাশ করে থাকি

হুজুরের মোনাজাতের পর আগামী পরশু বাদ যোহর মরহুমের বাসায়

মিলাদের ঘোষণা শুনে যেনো হাফ ছেড়ে উঠি-
শবযাত্রার যাত্রী বৃন্দ!
অতপর ফিরে আসি আগামী শবযাত্রায় যেতে হবে বলে

আগামী শবযাত্রায় যাত্রী হবো নাকি শব?

তুমি আমায় ভালোবাসো

আমি তো জানি-
তুমি আমায় ভালোবাসো, যেমন ভালোবাসে মৌমাছি ফুলকে-
আমি তো জানি-
তুমি আমায় ভালোবাসো, যেমন ভালোবাসে একজন পাঠক বইকে

আমি তো জানি-
তোমার ভালোবাসো মৌমাছি ও পাঠকের মতোই ক্ষণিকের তরে

মধু নেয়া হলে বা পড়া শেষ হয়ে গেলে-
আমি ঝরে পড়ি ফুলের মতো,
কিংবা অযত্ন আর অবহেলায় পড়ে থাকি বুকসেলফে
তবুও তোমার ফিরে তাকানোর সময় হয় না!
ফিরে তাকাও না তুমি!
আমি ঝরে পড়ে নিঃশেষ হয়ে যাই
অথবা
ধূলোর আস্তরণে ঢেকে যাই…

কবিঃ কবি ও সাহিত্যিক

আরও পড়ুন-

মোঃ জাহাঙ্গীর আলমের পাঁচটি কবিতা

আরও পড়ুন